প্রায়শঃই দেখি,
এক লন্ঠনের আলো
মাঠের প্রান্তে,অন্ধকারে টিমটিম করে জ্বলছে।

দূর থেকে স্পষ্ট বুঝিনা।

এমনি সময়ে
ঝড়-বৃষ্টি শুরু হয় ;
দারুন তুফানে নড়ে চালাঘর,
অবিন্যস্ত ছাউনির খড়।
বিদ্যুতের ঝলসানি,
মড়মড় শব্দে পথের 'পরে ভেঙ্গে পড়ে
মস্ত বটগাছ।
ভরা দুর্যোগের রাতে
পথ ভুলে
আমি চলে যাই
আরো অন্ধকারের দিকে।
  
তখনও দেখি,দূরে কোথাও
এক লন্ঠনের আলো টিমটিম করে জ্বলছে।


(পুনর্গঠিত)