জীবন- খাতা
আমাদের কিছু ভুলচুক ছিল
জীবনে কিছুটা পাপ,
স্মৃতির উঠোনে মেলা আজও তাই
প্রিয় কিছু ক্ষত-ছাপ।
কিছু কথা ছিল না-বলাই, হায়
কিছু পাওয়া না পাওয়াই,
কতক বৃত্ত অসম্পূর্ণ
কতক না আঁকা-ই।
আনন্দে ভরা দিনগুলি ছিল
আফশোসও ছিল কিছুটা,
অভিনয় সেরে ঘরে ফিরে দেখি
রঙিন সব পিছুটা।
কিছুটা ভেজাল,খাদও তো ছিল
যেমন সোনার গয়না,
আমরা সবাই তেমনই ছিলাম
খুঁত ছাড়া, কেউ-না।
কিছু হার, কিছু জিত নিয়ে ছিল
আমাদের মালা গাঁথা,
পাতায়,পাতায় নানা রং ছিল,তাই
ছিল মধুর জীবন-খাতা।