এই তো তুমি চেয়েছিলে ;গ্রাম থেকে বেরিয়ে
বসত গড়লে নগরে,নগরে প্রাসাদ গড়লে।
প্রাসাদে এখন তুমি,তোমার বৌ,তোমার সংসার
প্রাসাদে শুধু তোমাদের সুখ,নিরাপত্তা
নিশ্ছিদ্র
এই তো তুমি চেয়েছিলে।
যত গ্রাম ছেড়ে গেলে,ফেলে এলে বন
স্বাধীন পাখির নীড়,স্বচ্ছ নদীর জল
আর,দলবদ্ধ জীবন।
এখন নিশ্চিত মহাসুখে বন্দী তুমি
ড্রয়িংরুমে বসে,জিওগ্রাফি চ্যানেলে দেখছ
দলছুট একটা হরিণ---
কোথায় ঘাপটি মেরেছে চিতাবাঘ
কেউ তা জানে না।
অবাক হয়ে তুমি দেখছ,হঠাৎ তোমার সারা ঘর জুড়ে
প্রাণভয়ে ছুটছে হরিণ,পিছনে পিছনে চিতা
আর,নিষ্ফল রিমোট হাতে
অসহায় তুমি বসে আছ তোমার সাধের
ড্রয়িং রুমে,
গদিমোড়া নরম সোফায় ;
যেমনটি, তুমি চেয়েছিলে।