ঘুম থেকে উঠতে
আমার কেবলই দেরি হয়ে যায়।

আয়েশি বালিশ, আদুরে বিছানা
ছাড়তে, ছাড়তে,
হাটে-বাজারে ঘুরে বেচা-কেনা সেরে
ফিরতে, ফিরতে অনেকটা দেরি হয়ে যায়।

কখন ছেড়ে যায় বেলা শেষের নৌকো

ছেঁড়া চটি সেরে ছুটতে, ছুটতে
এঁটে যাওয়া জামা
টেনে খুলতে, খুলতে
বাড়ি চিনে
তোমার কাছে পৌঁছুতে
আমার অনেক দেরি হয়ে যায়।

তোমার কাছে ফিরতে, প্রভু!
অনেক দেরি হয়ে যায়।