মুখ থমথম মেঘ,বৃষ্টি নামে কই
সকাল বেলার সই,দুপুরবেলার খই।
ঘরের মধ্যে ঘর,সবাই কেমন পর
বিকেল বেলার পর আমার ভীষন জ্বর।
লুকিয়ে আনি খাতা,বুকের মধ্যে পাতা
পাতায় লেখা নাম---মুখবন্ধ খাম।
দমবন্ধ হাওয়া,কোত্থাও নেই যাওয়া
আর কিছু নেই চাওয়া।
শাল- মহুয়ার বন,হৃদয়ে অনুখন
নদীর নাম জীবন,কেমন আছিস মন।
রক্ত ঝরা ভুল,আমার ব্যাথার ফুল
রাত পোহালেই ভোর,নাই বা হলাম তোর।
সাগরের জল নীল,আকাশের কি মিল
ভালো থাকিস তোরা,তোরা থাকিস জোড়া।