আলো আঁধারে
সামনে আঁধার
পিছনে আঁধার,মাঝখানে এই আলো;
এই আলোতে রঙের মেলা,কান্না-হাসি, ধুলা-খেলা,
বাসতে চাওয়া ভালো।
এই আলোতেই জেতা এবং হেরে যাওয়া,
পাওয়া এবং না-পাওয়াতে
বোঝাই নৌকা বাওয়া।
সামনে স্বজন
পিছনে স্বজন,
মাঝখানে এই আমি;
আমরা কেন-ই হাঁটি ধীরে
আলোক ছিঁড়ে
বারে বারে
আঁধার থেকে ফের আঁধারে,
জানেন অন্তর্যামি।
* 'বাংলা কবিতা স্মারক