আজকে আসার কথা ছিল,আজকে সে আর আসে
নি।
পথের দু'ধার,কোণা কোণা
নোংরা জমা আবর্জনা
উড়িয়ে দিতে আসে নি,আজকে সে আর আসে নি।
রৌদ্রতাপে,শ্রান্ত দেহে
অপেক্ষাতে দিনে রাতে
সমুদ্দুরের ঠান্ডা বাতাস,একটুও কেউ আনে নি,
আজকে তাহার আনার কথা,এখনও সে আনে নি।
উদ্ধত ওই প্রাসাদ চূড়া,
নড়বড়ে ভিত,ভুলের গোড়া
গুঁড়িয়ে দিতে আসে নি,
আঁধার কালো মেঘের সাথে,মুহুর্মুহু বজ্রপাতে
প্রবল বেগে আসে নি ।
এক বাঁধনে বেঁধে যখন
মেহনতি মন থাকে নি,
বন্ধ দুয়ার,চুপ চরাচর ,দেখে সে আর আসে নি ;
যে ঝড় আসার কথা ছিল,সে ঝড় আজও আসে নি।