পৃথিবী ফুলের বাগান।
প্রতিদিন বাগানেতে কত ফুল ফোটে
কত ফুল ঝরে যায়।
কত ফুল কলি হয়ে থাকে
ফুটি ফুটি করে ফোটেও না কোনদিন ।
যেমন কথারা,
কনকনে ঠান্ডায় কত কথা কুয়াশায়
ব্যথা হয়ে জমে থাকে আকাশের গায় ;
তারা হয়ে আরও দূরে
অন্ধকারে
কেঁপে কেঁপে আলো দেয়
তবু প্রতিদিন।
তারও পরে একদিন, ক্রমে আলো ক্ষয়ে এলে
সব কথা খসে পড়া তারার মতোই
দিশাহীন, মূল্যহীন।