ভালোবাসা ছোঁয়া যায়না---যেমন ছায়া
যতক্ষণ রোদ, ততক্ষণ মায়া।
তারপর
অন্ধকার।
তুমি যেন কবেকার...
বাকি পথ
ছায়াপথ ;
তারা আর জোনাকিতে
ছাওয়া।