সারাদিন যারা মাটি কাটে,ঠিকা খাটে
অপমানে অবহেলে যারা পড়ে থাকে
মাঠে ঘাটে ফুটপাতে
কি খায় তারা
যখন কাজই থাকে না ?
কি করে তারা
যখন ফসল ফলে না
বন্ধ কারখানা ?
কি করে চলে
রোগ হলে?
কার পায়ে পড়ে,
কি বিক্রি করে
বাচ্চার খিদে পেলে?
আমরা অফিসে যাই, অফিস থেকে ফিরি
ফেরার পথে মোড়ের থেকে কমলালেবু কিনি।
তীব্র শীতে অথবা অসহ্য গরমে
বড় দিনে অথবা বড় রাতে
প্রতিদিন মরণকে ছুঁয়ে তারা বাঁচে কি করে,
এক আকাশের নীচে থেকেও
আমরা যারা অফিসে যাই, অফিস থেকে ফিরি
তারা তার কিছুই জানি না।