পৃথিবীটা কার?
                      কে বেঁধেছে কাঁটাতারে
                      দাগ কেটেছে সীমানার ?
যে নদীটি বইছে নেচে
                    এপার থেকে ওপার
যে পাখিটি যাচ্ছে উড়ে
                      মেঘের ঘরে তার
কারো অধীন নয় তো তারা
                    যেমন আকাশ,পাহাড়।
যেমন বাতাস,সূর্য- কিরণ
                     রাতের চাঁদ আর তারা
যেমন বনের গাছ-গাছালি
                      পাখ-পাখালি সারা,
তেমন স্বাধীন নারী-পুরুষ
                      পাহারা দেয় কারা?
পৃথিবীতে অবাধ ভূমি
                      জন্মে স্বাধীন তুমি,
পৃথিবীতে একটাই দেশ
                      জানেন অন্তর্যামী।
স্বাধীনতার অর্থ মোটেই
                      আপন গন্ডী নয়
কেমন করে স্বাধীনতা
                      একটি দেশের,
                      একটি দিনের হয় ?