যারা চলে যায়,চলে গেছে
কি বলে গেল,জেনে নিতে ছুটি পিছু পিছু।
অনেক ছুটেছি নারীটির পিছু
যতদূরে দেখা যায়
দেখে নিতে চেয়েছি তো তার বেশি কিছু ।
সমুদ্র গভীরে ডুবে
বড় বেশি ভালোবেসে তুলেছি ঝিনুক
তীরে তীরে ছুটে ফিরে
মুঠো ভরে
বাড়িয়েছি ম্রিয়মান বালুকার স্তূপ।
যারা চলে যায়,চলে গেছে
মুক্তো পেয়েছে কেউ?
নষ্ট জীবনে
পিছু পিছু ছুটে আজও জানাই হল না।