দেখতে দেখতে
দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল
খেলতে খেলতে কখন গেল বেলা,
পথে হঠাৎ তোমার সাথে দেখা
এরই মধ্যে ভাঙল রথের মেলা?
একটা জীবন এমনি ছুটে গেল
কুলুঙ্গিতে রইল কিছু কথা,
আকাশ জুড়ে নামছে আঁধার যেন
তারা হয়ে জ্বলছে কিছু ব্যথা।
একটা জন্ম আর কি ফিরে পাব
নদীর ঘাটে নৌকো বেঁধে রাখা,
অচিন দেশে তোমায় আবার চিনে
আর হবে কি
এমনই ধুলো মাখা?