ফুল থেকে,পাখি থেকে
প্রজাপতি পাখা থেকে
যে রং তুমি পেলে,দাও ঢেলে।

ছিল যত ম্লানমুখগুলি,
তারা যেন পায় রং-তুলি।

জমেছিল দ্বেষ যত মনে,
রঙ দিও আজ সব কোণে।

মন না রাঙিয়ে বলো,বসন রাঙিয়ে
কিসের উল্লাস, কিসের হোলি-এ!