কা৺টাতার ছিল; তবু
এপারের পাখি উড়ে যেত ওপারে
ওপারের মাছ এসে, সা৺তার দিত এপারে।
মাঝেমাঝে কেউ কবিতা লিখে উড়িয়ে দিত ওপারে
গান লিখে কেউ
ভাসিয়ে দিত এপারে।

ভালোভাষা নদীটির দুই তীরে
এই ছিল।এ-ই ছিল।

এখন  সে-নদীচরে 
ঘৃণার কুমীর চরে।
ঘরে-ঘরে
দেখি
ধর্মের পতাকা ওড়ে।