আমার দেশ তো কবেই স্বাধীন
তবু কেন মরি,কারো ছাতা ধরে সারাদিন ?

আসলে,শেয়ালে শকুনে ভরা জঙ্গলে
নিরপেক্ষ,মুক্ত,উদার,গণতন্ত্রী........অর্থহীন।

এত রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতা
জ্বলন্ত কড়াই থেকে আগুনে
পুড়ে পুড়ে
পুড়ে পুড়ে
তা'ও পরাধীন।