শুধু বেঁচে থাকবার জন্যে
বোবা-কালা সেজে আছি।

ক্ষুধার সঙ্গে সন্ধি করে
অন্যায়ের সঙ্গে সন্ধি করে
দুর্নীতির সঙ্গে সন্ধি করে
শান্তি কিনেছি।

শুধু বেঁচে থাকবার জন্যে
শিরদাঁড়া মাচায় গুঁজেছি।

ভয়ের সঙ্গে সন্ধি করে
মেকির সঙ্গে সন্ধি করে
প্রতিবাদহীন সুদিন মেনেছি,
শুধু একা একা
বেঁচে থাকবার জন্যে।