কাকের গলা কর্কশ;মিঠে না
কোকিল তাকে ভালোবাসে না।
অথচ সে-ই, কোকিলের ছানাকে পালে, পোষে
যদিও জানে এ-জীবনে
কে করেছে প্রতারণা।
নির্মম কুঠারাঘাতে যখন ভূপাতিত
তখনও শুয়ে শুয়ে গাছটি ভাবে
ফুল-ফল,অক্সিজেন কিছুই তো আর দেওয়া গেল না
বাকি ডালপালা,কাঠ দিয়ে
কারো জন্যে
একটু আগুন কি জ্বালানো যায় না?
সাগরের লোনাজল জলধর নিজে খায় ;
পরিবর্তে,পৃথিবীকে উপুড় করে দেয় অমৃতজল।
নইলে যে প্রকৃতি বাঁচে না।
আমরা মানুষেরা,এমনকি মানুষের জন্যেও
এতটা ভাবি না।