ভু ল
আমরা দূরত্ব মেপে চলেছি
বারেবারে আমাদের হাত ধুয়ে ফেলেছি সবাই
তবু আমাদের নাকি আগেই ভুল হয়ে গেছে;
কালই বিশুদা বললেন।
যারা হাঁটতে পারে না,বোবা
অথচ পাশে পাশে থেকেছে সব সময়
তাদের সঙ্গে ব্যবহারটা আমরা ঠিক করিনি।
আমাদের চোখ খোলা ছিল
তবু আমাদের চেয়ে যারা ছোট,খুব ছোট
তাদের যেন দেখতেই পাইনি,
সংখ্যালঘুদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছি।
কৃতঘ্ন মানে যে কি
বিশুদা আমাদের বলেছিলেন।
নাক খোলা ছিল,বিপদের গন্ধ বুঝিনি তাও
আমাদের বড় ভুল হয়ে গেছে।
সেইসব রক্তাক্ত গাছ,সর্বস্ব হারানো ক্ষেত
মজে যাওয়া নদী,হেরে যাওয়া জীব-পতঙ্গ ...
ওরাও তো প্রতিবাদ জানে
প্রতিশোধ নিতে পারে!
লোভের দাবানলে ছুটতে,ছুটতে
অহংকারের পাহাড়ে চড়তে,চড়তে
আমরা কিছুতে
তা' বুঝতে পারিনি।