সারাদিন অবিরাম বৃষ্টি।
ঝিরঝির, ঝিরঝির, ঝমঝম...

জানালা খুলে
দুরের মাঠে ঝাঁপিয়ে আসা বৃষ্টি দেখছে ছেলে,
মেয়েটি গান ধরেছে খালি গলায়।
দুশ্চিন্তার মেঘ হাতে নিয়ে
বৃষ্টির ঝাঁট মুছতে,মুছতে
রান্নাঘর থেকে এইসব দেখছে ওদের মা।
আর ওদের বাবা?বাবা কই?

বাবা যেন ওদের ছোট্ট চালাঘর;
খড়ের চালে বৃষ্টি আটকে,সেই কবে থেকে
আড়ালে ভিজেই চলেছে
ভিজেই চলেছে,
ভিজেই চলেছে।