আমি চাই,তুই ফিরে আয়
দূর মরুদেশ থেকে এসে
শুয়ে থাক
আমার এই বুকের শীতল ছায়ায়।
তোর ধুলিমাখা পা,ক্লান্ত শরীর,জিজ্ঞাসু দুটি চোখ আমাকে তাড়িয়ে বেড়ায়।
আমি ক্ষমা করে যেতে যাই
তোর ভুল-ভ্রান্তি যত আবার।

আমি চাই
তুই আমাকে ছুঁয়ে থাক
প্রতিটি পরাজয়ের পরে জয়ের স্বপ্ন হয়ে
সুখে-দুঃখে,আনন্দে-বিষাদে
চিরকাল।

আমি জানি
বিশ্ব একদিকে,অন্যদিকে ধৃতরাষ্ট্র;
যিনি জন্মান্ধ,যিনি কোন রাজা নন
---এক পিতাই কেবল।