ভুয়ো ভ্যাকসিনের পর
প্রায়ই,একজন করে ভুয়ো মানুষ ধরা পড়ছে;
কেউ ভুয়ো উকিল,কেউ ভুয়ো অফিসার,তো কেউ
খোদ ভুয়ো বিচারক।
এই দেখছি কোন নেতা-মন্ত্রীর বয়েস ভুয়ো,
কাল শুনছি কারো ডিগ্রি ভুয়ো।
অথচ,ভুয়ো প্রেমিক-প্রেমিকার মতো সকলেই
নিখুঁত অভিনয় সেরে চলেছেন।
এতদিন ভুয়ো বিপ্লবের কথা শুনেছি
ভুয়ো বিদ্বজনদের দেখেছি,
কিন্তু এতগুলি ভুয়ো লোক
আমাদের সাথে মিশে ছিল
মিশে আমাদের চোখে ধুলো দিয়ে ছিল
আমরা ঘুনাক্ষরেও নাকি কেউ টের পাইনি।
আমরা তাদের সম্মান দিয়েছি
ভয় পেয়েছি; আমাদের কষ্টার্জিত পয়সা
তাদের পায়ে সঁপেছি।
আমাদের কেউ,কেউ
সে অর্থের ভাগও নিয়েছি কি?
হয়তো জানা যাবে,যারা বিচার করবেন তারা জানবেন
আমরা জানবো না।
শুধু ওরাই তো নয়
খোঁজ চলছে নাকি আরো অনেকের;
ভুয়ো দেশপ্রেমিক,রাজা-মহারাজা হলে
তাদের ধরবে কে?
অবশ্য,নন্দদা এইমাত্র বললেন
ব্রহ্ম সত্য,জগতই তো ভুয়ো রে।