(একটি প্রণাম প্রচেষ্টা)
কি অলীক কুহক মেখে সন্ধ্যা নামিতেছে
ধীরে নিঝুম প্রান্তরে ;জড়াতেছে
বিস্তীর্ণ ধানের ক্ষেতে মায়াবী এ কুয়াশার ঘ্রাণ
বিপুল বিস্ময়ে।
আকাশে ধবল বক সারি সারি উড়িতেছে
অপলক নক্ষত্রের দিকে।
বিস্তর ছুঁয়ে-ছেনে, হৃদয়ের সফেন সাগরে
যে নাবিক ছিঁড়িয়াছে পাল,
সবুজ অবুঝ ঘাসে যে শাবক কস্তুরীর গন্ধ বুকে
ছুটিয়াছে
আজ তারা অন্ধকারে
ঘন্টাধ্বনি গোনে দূরের মন্দিরে।
মিশর মরুর দেশে
যেইসব পাখিগুলি উড়ে গেছে ভোরে
ফিরে আসে সন্ধ্যায়, নীলে স্নান সেরে।
রঞ্জাবতী,চুপিসারে
জোনাকির ভিড়ে
ফেলে যায় পারিজাত কুমুদ- কহ্লারে।
পিপাসার ব্যথাগুলি জমে থাকে
সন্ধ্যা-জমা,পেঁচা ডাকা গাছের কোটরে।