এত আলো,এত রঙ
সারাদিন পৃথিবীর পর !
দিন গেলে
একে একে নেমে এলে অন্ধকার
মাথার উপর,
খুঁজে দেখি সব আলো,সব রং
তোমার ভিতর।