মাটির প্রদীপ
মাটি দিচ্ছে কায়া
জল দিচ্ছে আকার
আগুন দেবে প্রাণ,বায়ু---আলোকের নিশ্চয়তা;
এভাবেই এখন ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে মাটির প্রদীপ
দীপাবলিতে জ্বলবে ব'লে।
আলো দেওয়া হলে,খোলা আকাশের নীচে
ওই প্রদীপখুলিই মুখ থুবড়ে পড়ে থাকবে ;
তারপর একদিন
সাফাইওয়ালা এসে,ফেলে দেবে আস্তাকুঁড়ে।
রোদে- জলে-ঝড়ে
আর সইতে না পেরে
সেগুলিও একদিন মিশে যাবে ফের মাটিতে---
আবার কখনো প্রদীপ হবে ব'লে।