ওই দ্যাখ নারী
মোলায়েম,
নরম।
ছুঁয়ে দ্যাখ
গরম।
ছিঁড়ে দ্যাখ,খুঁড়ে দ্যাখ
ইচ্ছেটা চরম।
নোলা তো নয় কম
পুরুষ জাতেই বে-শরম!

ওই দ্যাখ দুর্গা
ধ্বংস যেমন---
চোখে অগ্নি,
হাতে খড়্গ,
ত্রিশূল ভীষন
ব্যস,মহিষাসুরও পালাতে
ব্যাকুল এখন।