কোন কিছুই হোল না ঠিকঠাক।
সবার মত ছেলেবেলা হল না,প্রেম পাওয়া হল না
শরীরের মত শরীর ছোঁয়া হল না,
বিদ্রোহ হল না,সমাজ পাল্টানো গেল না
মোছা গেলনা হিন্দু-মুসলিম,
ধনী-গরিবের রেখা।
সবাই কবিতা,গান বই করে রেখে দিলে
কেউ খুলে দেখলে না।
যারা দেখলে,হৃদয় দিয়ে বুঝলে না
একখানা লেখা পড়ে বিদ্রোহীর লেভেল এঁটে দিলে
তাবৎ কবিকুল; মানীর সম্মান কেউ দিলে না।
কেউ বললে খ্যাপা,কেউ বললে পাগল
মুসলিমরা দূর-দূর করলে
হিন্দুরাও কাছে টানলে না।
বড় দুঃখে,অভিমানে
পৃথিবীর সাথে কথা বলা বন্ধ রাখলেন
দুখু মিঞা অনেকগুলি বছর।