তিনি নাকি এ রাজ্যে নাই
এখন শুনছি এ দেশেই নাই।
চেনা গাঁ-গেরাম ছেড়ে তিনি গেলেন কোথায়,
কত দূ-রে ?

এত অপেক্ষার পরে
গণতন্ত্রের জন্যে তো
উৎসব;লোক কাতারে কাতারে
অথচ খুঁজে দেখি:তিনি নাই কোত্থাও ---
বাইরে,ভিতরে।

বিগ্রহবিহীন মন্দিরে
তবে চলে কার পুজা সাড়ম্বরে,
জোড়-হাতে ভক্তকুল
আর,খড়্গধারী কাপালিকেদের ভিড়ে?