সীমানা বাড়াতে
তুমি ধার্মিক হলে
আমি নাস্তিক নই,
মানবতা ভুলে
তুমি পশু হলে
আমি না-মানুষ হই।
ইতিহাস বলে
এভাবেই ভোলে
মানুষেরা ইতিহাস,
আলোকের শেষে
অমানিশা আসে ;
প্রকৃতির পরিহাস।