আমি যাই,তুমি আসো
আমাদের দেখা হয় রাস্তায়
কথা হয় ;তারপর,দু'জন দু' দিকে যাই।
আমার স্বপ্ন চরাচর;
আমি কথা দিয়ে কবিতা সাজাই,
মাটিতে তোমার পা
সন্তর্পনে হাঁটো,পাছে টাল খায় পৃথিবীটাই।
আমি যেই কথা বলি,চুপ থাকো তুমি
তুমি যেই কথা বলো,চুপ হয়ে গেছি আমি।
আমাদের দেখা রাস্তায়
কেউ কাউকে চিনি না,জানি না।
দুইজনে দুই মেরুতে থাকি
এক ঘরে থাকি;
তবু কেউ কারো সঙ্গে থাকি না।