আমরা বুঝিনি

আমরা যারা কিছু না বুঝেই
অন্ধকারে ঝাঁপ দিয়েছিলাম নদীতে
এত উঁচু-উঁচু ঢেউয়ের কথা
কেউ কি আর ভেবেছিলাম?
পিঁপড়ে যেভাবে এঁটেল মধুতে আটকায়
আমরা সেভাবে কখন গেঁথে গেছি কাদায়!
আমরা কি জেনেছিলাম
বাদ্যযন্ত্রের দোকানে দোকানে
কেন এত আনদ্ধ ঢোলক টাঙানো?
স্বপ্নগুলোকে কুলুঙ্গিতে রেখে
ওই ঢোলকের মত আমাদেরও যে ঝুলতে হবে
আর ডানদিকে,বামদিকে
অনবরত: বেজে যেতে হবে জীবনভর
আমরা কি তখন ভেবেছিলাম?