আমাদের চোখ খোলা,তবু প্রায় কিছুই দেখি না
আমাদের কান খোলা,তবু প্রায় কিছুই শুনি না
যেটুকু দেখানো হয়
যেটুকু শোনানো হয়
সেটুকু দেখে-শুনে আমাদের দিন চলে যায়।
আমরা দিন আনি,দিন খাই
দুয়ারে রেশন,ভাতা পাই,ডাক পেলে মিছিলে যাই
একবার বামদিকে যাই,একবার ডানদিকে যাই
তারপর,উলের গোলার মতো গড়াগড়ি খাই
পা দিয়ে যে যেদিকে মারে,সেদিকে যাই।
আমরা দিন আনি,দিন খাই
বেঁচেবর্তে থাকতে চাই।
কি হবে জেনে
আমরা চোরের,না বাটপারের ভাই?
যেটুকু জানানো হয়
যেটুকু বোঝানো হয়
সেটুকু জেনে-বুঝে আমাদের দিন চলে যায়।
যারা একবেলাও খেতে দেয় না
তাদের বড়,বড় বক্তৃতায়
আমাদের কি আসে,কি যায়।