যেখানেই যাই
যেন আমার হাতটি ধরা।
সকাল থেকে দুপুর,দুপুর গড়িয়ে বিকেল
বিকেল থেকে সন্ধ্যা।
ছুটতে ছুটতে শৈশব,কৈশোর,যৌবন
পৌঁছে যাচ্ছি বেলাশেষের চৌকাঠ।
পেরিয়ে যাচ্ছি ভালোবাসা,বিচ্ছেদ,আনন্দ,শোক...
তখনও
বড় মমতায়
একটি ছায়া আমাকে ছাড়েনা কিছুতেই।

দীর্ঘ আজন্ম বিস্তৃত ছায়াটি
একটি আলখাল্লার।