চেয়ে চেয়ে দেখছিলাম ভারতের বাস্তিল।
অথৈ আদিগন্ত জলে
তারা-মাছের সাতটি ডানার মতো নিঃসঙ্গ সেলে
ক্লান্ত বিধ্বস্ত অথচ কি দৃঢ় মনোবলে
এক একজন বাঙালী বিপ্লবী
কলকাতা থেকে, ঢাকা থেকে....
বারীন্দ্রনাথ ঘোষ, উল্লাসকর দত্ত
উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গণেশ চন্দ্র ঘোষ
আরও, আরও কত নাম....
দেখছিলাম বৃটিশ জেলর ব্লেয়ার,
ব্লেয়ারের চাবুক,ফাঁসিঘর
হাতে পায়ে বেড়ি বন্দী,বন্দী-টানা তেল কল।
অদূরে চাথম স-মিল, জিমখানা গ্রাউন্ড,
আজ যেখানে বিশাল তেরঙ্গা
যা উড়িয়েছিলেন নেতাজী প্রথম
বৃটিশ ভারতে।
নামগুলো পড়ছিলাম,এত বাঙালী !
গর্ব ভ'রে ছবিগুলো দেখছিলাম।
সেলুলার জেল থেকে
তাঁরাও কি দেখছিল আমাকে?
কোন কৈফিয়ত চায়নি ভাগ্যিস !
বৃটিশদের মতো স্বাধীন ভারতও
কেন ছুঁড়ে ছিলো অজস্র বাঙালীদের
আবার এই দ্বীপে
উলঙ্গ উদ্বাস্তু করে
অকূল পাথারে, নয়া সেলুলারে !
জানতে চায় নি ভাগ্যিস
বাঙালীরা আজো কেন পালিয়ে বেড়ায়
খোদ বাংলায়,অসমে,ত্রিপুরায় কিংবা মায়ানমারে।
অধম বাঙালী বলে
তাঁরা আমায় চিনে ফেলেনি ভাগ্যিস !