যখনই উঠবো-উঠবো ভাবছি
তখনই কেউ যদি কাছে এসে ফিসফিসিয়ে বলে,
'কি মশাই, মন খু-ব খারাপ?'
তখন কি আর না থেমে, চলে যাওয়া যায়? বলুন?
দেখতে-দেখতে হলুদ বিকেলও ফ্যাকাসে হয়ে এল
চেনা পথ-ঘাট অচেনা হয়ে উঠছে ক্রমশ: .....
তবু এ সময় করুণ আলোর মতো
হঠাৎ চা৺পার গন্ধ এসে যদি এভাবে জড়ায়
তখন এ-পৃথিবীর জন্য
বড় কষ্ট হয় আমার।
যখনই উঠবো-উঠবো ভাবি, তখনই
কেউ যদি বলে, আজকের সন্ধেটা কিন্তু মন্দ না
চলুন না হে৺টে আসি, পাশাপাশি
দীঘার সৈকতে
কবিতার পথে,
বুকের ভিতরে শীতকাল চেপে রেখে
তখন কি মনে হয় না, এই তো এপ্রিল!
এ-এপ্রিলে
আরেক-টু থেকে গেলে
মন্দ কি ?