মেঘদিন এলেই,এক কিশোরী দীঘল দিঘির কথা মনে পড়ে।
কতোকাল মরুময় ওই চোখে বৃষ্টি নামে না,
মেঘেরা চরে না।
ঝরঝর শব্দে অঝোর নেমেছে
দাদুর জেগেছে ;
রাস্তাবাতির আলোতে দাঁড়িয়ে
দু'বাহু বাড়িয়ে
একা গাছটির মতো আজ
ভিজছি,ভিজছি...
কতোদিন দিঘিতে নামি নি,শুনি নি ছলাৎ
বন্যায় ভাসেনি রাত্তির।
টিন চালে বৃষ্টির সন্তুর শুনিনা
---তাও কতো-দিন !