ও ছেলে,
তোমার মাথায় ঝড়-বৃষ্টি-রোদ;
ছাতা হয়ে ঠায় দাঁড়িয়ে থেকো
এটা দায়িত্ব-বোধ।
তোমার অল্প-স্বল্প আয়
ঘরে বৃদ্ধ বাবা, মায়ের ছেঁড়া শাড়ি
ভাইয়ের আছে পড়াশুনা, বোনের বিয়ে বাকি।
বৌ বলেছে কি আনতে
ভুলে গেলে নাকি?
ও ছেলে, দৌড়ে শুধুই গেলে।
ছলাকলায় নিঃস্ব হলে, ভালোবাসা পেলে?
ঘরে-বাইরে তুমি ধর্ষক-- এই তো শুনে এলে।
ও ছেলে,
তুমি সবার প্রয়োজন
প্রিয়জন কার হলে?
ও ছেলে,
তোমার গড়-আয়ু কম
তুমি আত্মহত্যায় এগিয়ে এখন।
কেউ দেখে না, কেউ শোনে না
ও ছেলে, তুমি কাঁদো কখন?