দ্বৈত

যে নামে ডাকো এক অন্ধ ,আরেক খঞ্জ
এই নিয়ে আমাদের সংসার ;
যিনি অন্ধ ,এই ঘরবাড়ি তার। ছিল চির-অন্ধকার।
এক খঞ্জ এসে তাকে ছুঁয়ে দিলে
জ্বলে উঠল আলো ,দুলে উঠল
তিন চৌম্বক-অলংকার ;
আবেগে ,আহ্লাদে
একে একে ফুটে উঠল তেইশ সন্তান আর।

তারা কাছে এল বলে প্রথম সকাল হল
অন্ধের হল ,খঞ্জের হাঁটা হল।
বোঝা হল ,কপিলের সংসারে
একে ছাড়া অন্যে অচল।