যাদের মা নেই, কত হতভাগ্য, অসহায় তারা !
আর,মা যার পড়ে আছে অপমানে,অবহেলায়,
পথের ধুলায়
-- তাকে কি বলবে তোমরা?
তিলে তিলে আমরা ভুলেছি মাকে
পরাধীন নতজানু অভ্যাসে
চমক খুঁজেছি গানে,সিনেমা,বিজ্ঞাপনে,
হতশ্রী করেছি তাঁকে দিনে দিনে
ভুল বানানে,না জানা ব্যাকরণে,ভুল উচ্চারণে,
অর্থের মানদণ্ডে
কেবল মেনেছি তাঁকে ;
তাঁর দুধ খেয়ে ভুলে গেছি ঋণ
ভুলে গেছি সেদিনের সুস্বাদু সম্মোহণ প্রতিদিন।
একুশের রক্ত ভোলেননি তাঁকে
ছিন্নবস্ত্রা ভাষা মা'র পায়ে
সে আল্পনাও কি করে ভুলেছি আমরা?
যাদের মা নেই,কত হতভাগ্য, অসহায় তাঁরা !
আর মাকে ফেলে বিদেশিনিতেই মেতে যারা
কি নাম দেবে তাদের তোমরা ?