ট্রেন ছেড়ে গেলে
কিছু লোক পিছু-পিছু ছুটবেই;
কাঁধে ব্যাগ,জলের বোতল---
দৌড়ে দৌড়ে কিছুদূর যাবে
তারপর, দাঁড়িয়ে হাঁপাবে।
এমনই একদিন
সবুজ-হলুদ ট্রেন
তোমাকে নিয়ে গেলে
আমি অসহায়,তাকিয়ে দেখেছি।
আজ ভালো লাগে
যখন দেখি
তোমার ছেলে,আমার মেয়ে
একসঙ্গে একই কম্পার্টমেন্টে উঠছে।