আর একটু হলেই খাদে পড়তাম ,
ভাগ্যিস তুমি ধরলে !
আর একটু হলেই গড়মিল হত অংক
বেহিসাবে সব হিসেব যেত গুলিয়ে,
ভাগ্যিস তুমি দেখলে !
পরীক্ষাতে পাশ হওয়া যায়
শুরু থেকে শেষ পড়লে,
স্রেফ পড়লে
ভাগ্যিস তুমি বললে !
ইতি-উতি চাই, হেথা-হোতা ধাই
ভাবি ----তুমি নাই ,
তুমি মৃদু হাসলে।