কাঁটাতারে তিন বেড়া
পেরোলে আমার পাড়া;
অথচ কিছুতে
পৌঁছুতেই পারি না !
শক্ত ধাঁধার মতো
ঘুরে ফিরি চারিপাশ,
প্রবেশের পথ খুঁজে পাই না।
দিনে দিনে বেড়াদের শিকড় নেমেছে গভীরে
চাইলেই
ফেলে দিতে পারি না।
বেড়া গ'লে ওপারের হাওয়া লাগে এসে গায়
এপারের পাখি ওপারেতে উড়ে যায় ;
ওপারে আমার বাড়ি
সেখানে স্বজন,
মিছিলে তো হাঁটা হোল ঢের, তবু
ফিরল ক'জন !
জাত,ধর্ম আর অর্থ দিয়ে গড়া মোটে তিন বেড়া
তিন বেড়া পেরোলে আমার পাড়া,
অথচ আজও
কেউ পথ খুঁজে পেল না।