ঘুম ভেঙে উঠতেই
আমার অনেক দেরী হয়ে যায়।
অফিস সেরে
বাজার সেরে,
টুকিটাকি হিসেব মিটিয়ে
আমার ফিরতে কেবল দেরী হয়ে যায়।
এর সাথে দেখা
ওর সাথে হাসি
'আসি',বলতে বলতেই অনেক বেলা যায়।
কখন ছেড়ে যায় বেলাশেষের নৌকো
ঘেমো জামা
খুলতে খুলতে
কাঁটা বেঁধা পায়ে
ছূটতে, ছুটতে...
প্রভু,তোমার কাছে পৌঁছুতে
আমার কেবলই দেরী হয়ে যায়।