মরনের আগে
মানুষকে মরে যেতে হয় আরো বহুবার;
সাধের অর্জন হারিয়ে
কখনো নদীতীরে,কখনো উন্মুক্ত প্রান্তরে
নগ্ন অন্ধকারে তাকে
দাঁড়িয়ে থাকতে হয় একা,একলাই।
ভালোবাসাবিহীন আয়ু নিয়ে
সন্তান-স্বজনহীন
আপনার শব কাঁধে
হেঁটে যেতে হয় আরো কত নির্জন পথ।
মরনের আগে
মরে যাওয়া মন নিয়ে
শরবিদ্ধ ভীষ্মের মতো
তাকে তবু বেঁচে থাকতে হয়
আরো দিন,রাত ।