'হ্যালো,যাবার সময় বলে গেলেন না তো!'
ইসস্ সত্যিই তো,আসার সময় বলে আসা হয়নি।
আসলে ফেরার সময় এতো তাড়া ছিল যে আর...
ব্যাগ, ছাতা, জুতো,
মানিব্যাগ,জলের বোতল
এইসব গোছাতে গোছাতে বলে আসা হলনা।
বলে আসা হলনা,আপনি শরীরের একটু যত্ন নেবেন
ওষুধ খেতে একদম ভুলবেন না,
এবার আপনার গলাটা কেমন বসা বসা লাগল
ঠান্ডা লেগেছে বোধ হয়
দুবেলা গার্গল করবেন, কিছুই বলে আসা হল না ;
কেন যে থেকে থেকে চোখ মুছছিলেন
তা'ও জেনে আসা হলনা।
আসলে এমনটাই হয়
যদিও এমনটা হবার কথা ছিলনা
তবু হামেশাই হয় ;
আজকের মতোই কবিতা আসরে
প্রথমে এসে কেঊ বসে থাকে,
অন্যজনের খুব তাড়া,আগে যেতে হয়
যেতেই হয়।
এতক্ষণ যার সাথে এত গল্প
প্রাণের আলাপ,
যাবার সময় এত তাড়া যে
বলা টুকু হয়ে ওঠেনা 'বাই'।