আমরা যেতে-আসতে ওদের দেখি।
ওরা রাস্তা তৈরী করে,ড্রেন করে
কেবলের মোটা তার,মস্ত পাইপ টেনে নিয়ে যায় ;
ওরা ফ্ল্যাট বানায়,
জীবনের ঝুঁকি নিয়ে রোজ উঁচুতে উঠে যায়
বৃষ্টিতে,রোদে।
আমরা প্রতিদিন দেখি
সকাল থেকে সন্ধ্যে ওরা কাজ করে;
সন্ধ্যের পরে কতক্ষণ ওরা কাজ করে
আমরা ঠিক জানিনা।
জানিনা ওদের বাড়ি কোথা,ওদের কে কে আছে
কি খায় ওরা,শো'য় কোথায় ?
ওদের কোটরাগত চোখে এত ক্লান্তি কেন
আমরা জানি না।
আমরা যে যার কাজে যাই,কাজ থেকে ফিরি ;
ওদের মতো ঠিকা শ্রমিকেরা
এই মে মাসেও
আট ঘন্টা পর কেন ছুটি পায় না
আমরা কেউ জানি না
জানতে চাইনা।