আশা

আশা যেন ভোরের শিশির,ঘাসে ঘাসে
মুক্তো হয়ে জ্বলে;
একে ধরতে গেলে দু'হাত ভেজায়
ছাড়তে গেলে দু'পায় জড়ায়,
ক্ষনিক শিশির হঠাৎ ফুরায় একটু বেলা হলে।
তবুও হাজার ঝড়ে,ঝঞ্ঝা এবং বৃষ্টিপাতে
আশাই আমায় ভরসা জোগায়,
আশায় চাষী চাষ করে যায়
ফসল পাবে বলে।।