উনি কি সমুদ্রের মতো? অতল,সীমানা-বিহীন
বিস্ময়ে হই ভাষাহীন।
উনি কি লুব্ধক?মাথার উপরে ধ্রুবতারা
অন্ধকারে দেখে যারে পথ চিনি আমরা ?
উনি কি ঠাকুর? কড়জোরে যারে করি নমস্কার
উনি কি রবি? আলোতে যার,ধরনীর ছবি
এত চমৎকার !
উনি কি আকাশের মতো,বিশাল বর্ষাতি ?
যার নীচে, সুস্থ প্রকৃতির মতো
আমাদের একেকটা দিন...
একটি জাতি !