আমি,আরো একবার বিশ্বাসে মাথা রেখে
ভালবেসে যেতে চাই।
ভালোবেসে,ফুটিয়ে যেতে চাই
আরো কিছু শব্দ কুসুম।
ঝরে যেতে চাই
ভোরে ফোটা শিউলির মতো
তোমাদের মাটির কুটিরে,উঠোনে,ধুলোর উপরে।
ডেকে ডেকে ফিরে যাক যতেক মিছিল ;
যেইদিকে ঘোলা জল
যেইদিকে শুয়ে লাশ
আমি ছুঁয়ে দেখব না
অবিশ্বাস,
হলাহল।
আমি বাতাসের মতো অবিরল
মাটি ধরে অনাদরে পড়ে থাকা শিমূলের ফুলে
চুমু দিয়ে যেতে চাই
হেসে
শেষে আরো একবার।