আঁধার নামছে
যেভাবে ঝিম ধরে শীতের কুয়াশা নামে
নাগরিক অলিতে গলিতে,সন্ধ্যায়।
বস্তাপচা গন্ধ যত কোরাণে,পুরাণে
রাজনীতি লাশ হয়ে শুয়ে।
শিক্ষা,সঞ্চয়
বাকি নেই আর;
যত কেলেংকারি,পাপ
বাসি খবরের কাগজে
মাথা গুঁজে নিশ্চিন্তে ঘুমিয়ে।
রাত্রি গভীর হলে
শহরের ফুটপাতে,প্ল্যাটফর্মে
অর্ধনগ্ন মানুষেরা চিৎপাত পড়ে থাকে
অন্ধকার গায়েতে জড়িয়ে ।

রাতের কঙ্কালে বসে বাদুডেরা ডানা ঝাপটায়।